কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক র্কমশালার আয়োজন করা হয়। অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেটের সম্মেলন কক্ষে একদিন ব্যাপী আঞ্চলিক র্কমশালা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আলতাবুর রহমান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। উক্ত আঞ্চলিক কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ জাহেদুল হক, উপপরিচালক, ডিএই, সুনামগঞ্জ।
কর্মশালার শুরুতেই পবিত্র কোরাআন তেলাওয়াত করেন কৃষিবিদ মো. মাজহারুল হোসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার, বানিয়াচং, হবিগঞ্জ। পরিচিতি পর্বের পরে স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কিত তথ্যাদি উপস্থাপন করেন কৃষিবিদ মহাম্মদ মাইদুর রহমান, প্রকল্প পরিচালক, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প। এরপর কারিগরী সেশনে প্রকল্পভূক্ত জেলার উপস্থাপন শুরু হয়। শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া জেলার উপস্থাপনায় অংশগ্রহণ করেন কৃষিবিদ সাইফুল আলম, জেলা প্রশিক্ষণ অফিসার, ব্রাহ্মণবাড়িয়া, এরপর হবিগঞ্জ জেলার উপস্থাপন করেন কৃষিবিদ মো. বশির আহমদ সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার, হবিগঞ্জ; সিলেট জেলার উপস্থাপনায় আসেন কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, জেলা প্রশিক্ষণ অফিসার, সিলেট; মৌলভীবাজার জেলার উপস্থাপনায় আসেন কৃষিবিদ মো. শাহজাহান, উপপরিচালক, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার উপস্থাপনা করেন কৃষিবিদ স্বপন কুমার সাহা, জেলা প্রশিক্ষণ অফিসার, সুনামগঞ্জ।
কারিগরী সেশনের পরে উন্মুক্ত আলোচনা পর্বে কৃষক প্রতিনিধি, উপসহকারি কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার, উদ্যানতত্ত্ববিদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীগণ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। পরবর্তীতে প্রকল্পের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় মতামত প্রদান করেন, কৃষিবিদ মো. আবু নাছের, উপপরিচালক, ব্রাহ্মণবাড়িয়া; কৃষিবিদ মো. আবুল হাসেম, উপপরিচালক, সিলেট; কৃষিবিদ মো. শাহজাহান, উপপরিচালক, মৌলভীবাজার এবং কৃষিবিদ শ্রী নিবাস দেবনাথ, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, সিলেট অঞ্চল, সিলেট।
প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত পরিচালক মহোদয় বলেন, শস্য খাদ্যে আজ আমরা পরিপূর্ণ। তবে পুষ্টিমানে এখনো পিছিয়ে আছি। সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা আনয়ন সম্ভব। প্রকল্পটির সুনির্দিষ্ট দিকনির্দেশনাগুলো বাস্তবায়ন করার ব্যাপারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ করেন। পরিশেষে সভাপতির বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আঞ্চলিক কর্মশালার সমাপ্তি হয়।
আঞ্চলিক কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্প আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের সকল জেলা ও কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীজ প্রত্যয়ন এজেন্সি, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, কৃষি তথ্য সার্ভিস, হর্টিকালচার সেন্টারের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সম্মানিত বিজ্ঞানীবৃন্দ এবং মাঠ পর্যায়ের উপসহকারি কৃষি অফিসার ও কৃষক প্রতিনিধিবৃন্দ। আঞ্চলিক কর্মশালার সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৃষিবিদ মোহাইমিনুর রশিদ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, সিলেট।